
নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস এর সংক্রামনকে একটি বৈশি^ক প্রাদুর্ভাব হিসেবে ঘোষনা করেছে। দিন দিন এর প্রভাব ছড়িয়ে পড়ছে বিশে^র প্রায় দেশে। করোন ভাইরাসে বর্তমানে মানুষ আতংকিত হয়ে পড়েছে। আর এ করোনা পরিস্থিতেতে মানবেতর জীবন যাপন করছে সমাজের নিম্ন আয়ের মানুষ। তাদের কর্ম এবং অর্থ উপার্জন দুটোই বন্ধ হয়ে গেছে। ফলে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। ঠিক সেই সংকটময় মুহুর্তে সরকারের পাশাপাশি নিজস্ব অর্থায়নে সমাজের এসব কর্মহীন অসহায় মানুষের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী পৌছে দিলেন সমাজসেবক ডা. এস এম আব্দুল মমিন (রতন)। করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য এবং করোনা ভাইরাস প্রতিরোধে গতকাল সোমবার দুপুরে শহরের কলোনী এলাকায় ৩শতাধিক কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে তিনি বলেন, সবাই সচেতন হলে করোনা ভাইরাস সংক্রমন রোধ করা সম্ভব। তাই আসুন করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে প্রয়োজনীয় কাজ ছাড়া ঘড়ের বাহিরে না যাই। বিশেষ করে শিশু, বয়োঃবৃদ্ধ, এবং নারীদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বেশি বেশি হাত ধোয়ার কথা বলেন। সেই সাথে এই সংকটময় সময়ে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষকে এসব কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহব্বান জানান। এসময় উপস্থিত ছিলেন মর্জিনা বেওয়া, নান্না মিয়া, জাহিদ, পল্টু মেম্বার ও আব্দুস সালাম সহ প্রমূখ।