বগুড়ায় কুখ্যত মাদক কারবারি রিমাসহ ২ জনকে ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করেছে উপশহর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
এসময় তাদের কাছ থেকে ৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, কুখ্যাত মাদক কারবারি একাধিক মামলার আসামি, হিলি মধ্য বাসুদেব পুর (মাঠপাড়া) এলাকার মৃত মোকছেদ আলী শেখের মেয়ে, মিনারুল ইসলামের স্ত্রী রিমা বেগম (২৬), দিনাজপুর জেলার, হাকিমপুর থানার, চ্যাংগ্রাম নওনা পাড়ার মৃত শহিদুল ইসলামের মেয়ে, মমিনুল ইসলামের স্ত্রী বিউটি বেগম (৩৪)।
উপশহর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নান্নু খান সঙ্গীয় ফোর্সসহ বগুড়া শহরতলীর বারপুরস্থ বগুড়া সিএনজি পাম্প এর সামনে পাকা রাস্তার উপর থেকে সকাল সাড়ে ৭ টার দিকে মাদক বিক্রিকালে তাদের গ্রেফতার করে।
এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির দৃষ্টি ২৪.কমকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ।