
নিজস্ব প্রতিবেদক, বগুড়া জেলা কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কুইন তালুকদার এর নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য এবং করোন ভাইরাস প্রতিরোধে সাধারন জনগণের মাঝে মাস্ক বিতরন করেন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের কৈগাড়ী ও খান্দার সহ বিভিন্ন এলাকায় মাস্ক বিতরন করেন বগুড়া জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আলমগী বাদশা। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ মঞ্জুরুল হক মঞ্জু, সদস্য মামুনুর রশিদ মামুন, শহর কৃষকলীগের যুগ্ম আহবায়ক সুজাউদ্দৌলা সুজা সহ প্রমূখ। বিতরণকালে জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আলমগী বাদশা বলেন, করোন ভাইরাসে আতংকিত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা নিজেরা সর্তক থাকলেই এ ভাইরাস বিস্তার লাভ করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে যে সকল নির্দেশনা দিয়েছেন তা সকলেরই মেনে চলা উচিৎ। আশা করি আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলবো। তাই আসুন আমরা নিজেরা সতর্ক থাকি এবং অপরকে সতর্ক থাকতে পরামর্শ দেই।