
নিজস্ব প্রতিবেদক
রোববার রাতে বগুড়া সদরের জয়পুর পাড়া, মুগলিশপুর হিন্দুপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে খেটে খাওয়া, দিনমজুর শতাধিক পরিবারের মাঝে বগুড়া ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লয়মেন্ট অর্গানাইজেশন (বিডিইও) শতাধিকখাদ্য সামগ্রী বিতরণ করে। সামাজিক এই সংগঠনটির নির্বাহী পরিচালক ও জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক ছাত্রনেতা আল রাজী জুয়েল ১শ পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। রোববার রাতে বগুড়া শহরের জয়পুরপাড়া ও মুগলিশপুর হিন্দুপাড়ায় প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, হ্যান্ড স্যানিটাইজার ও নগদ ১শ টাকা করে বিতরণ করা হয়েছে। বিডিইও প্রতিদিন ১শ পরিবারকে খাদ্য সামগ্রী পৌছে দিবে। খাদ্য সামগ্রী প্রদানকালে পিয়াস, যুবলীগনেতা হাবিল, শহর স্বেচ্ছাসেবকলীগ নেতা রহিম, সাজু, জেলা ছাত্রলীগ নেতা সজীব সাহা, নুর আলম, আসিফ শেখ সহ বিডিইও’র কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ইতিপূর্বে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক ঔষধ ছিটানো, হ্যান্ড স্যানিটাইজার বিতরণের করেছে বিডিইও। বিডিইও সব সময় সমাজসেবামূলক ও জনসচেতনতামূলক কাজ করে যাচ্ছে, সংকটময় এই মূহুর্তে মানুষের কল্যাণে নিয়োজিত সামাজিক এই সংগঠনটি। জনসচেতনতা মূলক কমসূচি ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটি।