স্টাফ রিপোর্টার
বগুড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যবসায়ী গাবতলি উপজেলার কাঁকড়া ভাঙ্গীরপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে জিল্লুর রহমান (৩০)।
বুধবার বেলা ২.৩০টার দিকে গাবতলী থানার নিজ কাঁকড়া গ্রামস্থ সমাজ ভিত্তিক মৎস্য কল্যান ব্যবস্থাপনা প্রকল্প-২ এর অফিসের সামনে হতে ৩০০ (তিনশত) গ্রাম গাঁজাসহ তাঁকে গ্রেফতার করা হয়।
ডিবির ইনচার্জ আব্দুর রাজ্জাক দৃষ্টি ২৪ডটকম’কে বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়ার গাবতলী মডেল থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য গ্রেফতারকৃত জিল্লুরের বিরুদ্ধে লালমনিরহাট সদর ও বগুড়া গাবতলী মডেল থানায় দুটি মামলা রয়েছে।