বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবির ইসলাম চিকিৎসাধীন অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, গত বৃহস্পতিবার ধুনট উপজেলায় ছাত্রলীগের সমাবেশে যাবার পথে মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে যুগ্ম সাধারণ সম্পাদক তাকবিরের সঙ্গে বাকবিতণ্ডা হয় জেলা কমিটির সদস্য জাহিদ হাসানের। তারই জের ধরে ঘটনার রাতে শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবির ইসলাম খানসহ আরও তিন নেতাকর্মী ছুরিকাহতবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।
আজ মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রলীগ নেতা তাকবিরের মৃত্যু হয়।
বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু বলেন, অনাকাঙ্খিত এই হত্যাকাণ্ডের জন্য বেপারোয়া কতিপয় ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগের অভ্যন্তরীন ক্রোন্দলকে দায়ি করে হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান ।