মুজিব শতবর্ষী উপলক্ষে ঝোপগাড়ি যুব সংঘের আয়োজনে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ১৭ নং ওয়ার্ড বায়তুল আকসা জামে মসজিদ সংলগ্ন মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ঝোপগাড়ী যুব সংঘের আহবায়ক, আলী আযম রুপমের সভাপতিত্বে, খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এনামুল জাহিদ তিতাস।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বালুয়াহাট ডিগ্রি কলেজের প্রভাষক মাসুদুর রহমান টিটু৷ দিগন্ত স্কুলের পরিচালক আসলাম হোসেন, সমাজ সেবক নুরুল ইসলাম, সমাজ সেবক আঃ জলিল, আলী আজগর, ফজলুর সরদার মিঠন, শাহিনুর ইসলাম শাহিন প্রমুখ।
পরে প্রধান অতিথি বিজয়ী দল বিপ্লব একাদশের হাতে বিজয়ী ট্রফি ও ছাগল তুলে দেন। রানারআপ আপ দল মালেক একাদশের হাতেও ট্রফি তুলে দেন অতিথিরা। খেলায় উপস্থাপক হিসেবে ধারাভাষ্য দেন ফয়সাল আহমেদ। খেলাটি উপভোগ করার জন্য এলাকার নানা শ্রেণির হাজারো জনসাধারণ উপস্থিত ছিলেন।