নিজস্ব প্রতিবেদক :
বগুড়ার সাবগ্রামে একটি মাল বোঝাই ট্রাকের চাপায় দুইজন পথচারি নিহত হয়েছে।
শনিবার সকাল ৬টার দিকে ২য়বাইপাস সড়কের দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলো সবাগ্রাম এলাকার দুলাল (৪০) এবং দেলোয়ার হোসেন (৪৫)।
স্থানীয়রা জানান, ট্রাকটি বনানী লিচুতলা থেকে মাটিডালি যাচ্ছিল। ঘটনাস্থলে আসা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
জেলার হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) আশরাফ আলী দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।