স্টাফ রিপোর্টার
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৫ জন গ্রেফতার হয়েছে।
রবিবার রাতে শহরের ষ্টেশন রোড জান-ই সাবা হাউজিং কমপ্লেক্সস্থ সানমুন নার্সিং হোম এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এর সামনে থেকে র্যাব-১২, বগুড়া ক্যাম্পের সদস্যরা হাতেনাতে তাদেরকে গ্রেফতার করেছে।
যারা গ্রেফতার হয়েছেঃ
শহরের কাটনারপাড়া এলাকার মৃত ইনছান আলীর ছেলে বাবু (৩২), উত্তর চেলোপাড়া বটতলা এলাকার মৃত মুক্তির ছেলে নছিব রহমান (২০), উপশহর কসাইপাড়া এলাকার মফেলের ছেলে আশিদুল (২৬), ফুলবাড়ী মধ্যেপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে আরিফ (২২), এবং বাদুড়তলা এলাকার মৃত জহির উদ্দীন প্রমানিকের ছেলে সজীব প্রামানিক (৩৬)।
যা উদ্ধার করা হয়েছেঃ ০৪ টি ছুরি এবং ০১ টি রশি।
কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃত ডাকাতির প্রস্তুতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য, সদর থানায় হস্তান্তর করা হয়েছে।