নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় পৃথক দুই অভিযানে অস্ত্র ও গুলি এবং ফেন্সিডিলসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পিস্তল সহ গ্রেপ্তার হয়েছেন বগুড়া শহরের পুরান বগুড়া এলাকার মৃত নওয়াব আলী শেখের ছেলে আতাউর রহমান (৫৫)। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পুরান বগুড়া এলাকায় আতাউরের কাছ থেকে ক্রেতাবেশে একটি ৭.৬৫ বিদেশী পিস্তল, ০৩(তিন) রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।
অপর দুই মাদক ব্যবসায়ী হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার জসিম উদ্দিনের ছেলে মতিয়ার রহমান (৩৩) ও সিদ্দিক আলীর ছেলে রয়েল ইসলাম (২৪)। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে শহরের বারপুর মোড়ে পুরাতন প্রাইভেটকারে (মেট্রো-গ ১১-০২১৭) ডালার মধ্যে থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ডিবির ওসি আছলাম আলী জানান, গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে সদর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।