বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছেন।
বুধবার দুপুরে এই তথ্য নিশ্চত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) এমরান মাহমুদ তুহিন।
গোয়ন্দা পুলিশের তথ্যমতে, বগুড়ার একটি চৌকস টিম গতকাল মঙ্গলবার রাত পোনে ১০টার দিকে সদর থানাধীন গোকুলগামী পাকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ মোজাম্মেল হক ওরফে মেহেদী (২২) পিতা মোঃ এরফান আলী, সাং-কৈঢোপ মধ্যপাড়া, থানা গাবতলী, জেলা বগুড়ার হেফাজত হইতে মোট ১০ (দশ) বোতল ফেন্সিডিল এবং অপরদিকে অদ্য ইং ২১/১০/২০১৯ তারিখ রাত্রি ০১.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন ঢাকা টু রংপুর মহাসড়কের পূর্ব পার্শ্বে ”টিভিএস সার্ভিস সেন্টার এন্ড পার্টস” নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর নাবিল পরিবহন নামক বাস হইতে আসামী মোঃ ওয়াজেদ আলী (১৯) পিতা মৃতঃ দ্বীন মোহাম্মদ, সাং-শাহানাবাদ, থানা-রানীশংকৈল, জেলা-ঠাকুরগাঁওে এর হেফাজত হইতে ৬০ (ষাট) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) এমরান মাহমুদ তুহিন জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় পৃথক দুইটি মামলা রুজু করা হইয়াছে।