নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় নতুন করে আরও ১২৮ জন করোনায় শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে পুরুষ ৭৮জন, নারী ৪০জন এবং শিশু ১০জন।
এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখা দাড়লো ১৪০২ জনে।
আজ রবিবার রাত সাড়ে ৮টার দিকে জেলার সিভিল সার্জন অফিসের ডা. ফারজানুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ার মধ্যে ৯৪ জন পজিটিভ এবং টিএমএসএস এর ৬৮ জনের ফলাফলে বগুড়ার ৩৪জন পজিটিভ।
এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ১৪০২ জন। সুস্থ্য হয়েছেন ৮৬ জন। চিকিৎসাধীন আছেন ১৩০২জন।
মোট মৃত্যু ১৪ জন।