নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় নতুন করে আরো দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এনিয়ে জেলায় মোট ১৪জন করোনায় আক্রান্ত হলেন।
বৃহস্পতিবার রাতে যাদের করোনা পজেটিভ বলে ঘোষণা দেওয়া হয়েছে তাদের মধ্যে গাবতলীর ২৫ বছরের এক যুবক এবং শিবগঞ্জের ২৫ বছরের এক নারী রয়েছেন।
এর আগে ২২ এপ্রিল রাতে সাতজনের করোনায় আক্রান্তের খবর জানানো হয়। এছাড়াও ২১ এপ্রিল রাতে রাজশাহী মেডিকেল কলেজের পরীক্ষায় বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলার এক নারীসহ তিনজনের পজেটিভ আসে। তারও আগে আদমদীঘি উপজেলার বাসিন্দা দুজনের করোনা পজেটিভ শনাক্ত হয়। প্রাণঘাতী করো না সংক্রমণের ঝুঁকি মোকাবেলায় এরইমধ্যে বগুড়াতে লকডাউন ঘোষণা করা হয়েছে।
বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান দৃষ্টি২৪ ডটকমকে জানান, বৃহস্পতিবার আমাদের হাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ৫১ জনের ফলাফলের রিপোর্ট আসে। সেই ফলাফল অনুযায়ী দুইজন পজেটিভ এবং বাকি ৪৯জনের ফলাফল নেগেটিভ এসেছে। সেই সাথে যাদের করোনা পজেটিভ এসে তাদের ব্যাপারে স্বাস্থ্য বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।