নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় নতুন করে আরও ৭৭জন করোনায় শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুরুষ ৫১জন,মহিলা ২২ জন ও শিশু ৪জন।
এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখা দাড়লো ৯৯৫ জনে।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
আক্রান্তদের মধ্যে সদরের ৫৪জন, ধুনটে ১০জন, গাবতলীতে ৭ জন, কাহালুতে ২জন, শিবগঞ্জে ২জন, শাজাহানপুরে এবং আদমদীঘিতে ১জন করে।
শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ার ১৮৬ জনের মধ্যে ৪৯ জন পজিটিভ এবং টিএমএসএস এর ৮৩ জনের ফলাফলে বগুড়ার ২৮জন পজিটিভ।
এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৯৯৫ জন। সুস্থ-৭২
মৃত্যু ৮, চিকিৎসাধীন আছে ৮৭৫ জন।