নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় নতুন করে আরো তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে মোট ৫জন করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টারদিকে এই তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান তুহিন।
তিনি জানান, সারিয়াকান্দি আক্রান্ত ব্যক্তি ২ জনের নমুনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সোনাতলার আক্রান্ত ব্যক্তির নমুনা মোহাম্মাদ আলী হাসপাতাল হতে সংগ্রহ করে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছিলো।
আজ মঙ্গলবার রাতে তাদের ফলাফল সিভিল সার্জন অফিসে পৌছায়,
ওই ৩ জনের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।
সারিয়াকান্দি উপজেলার একজনের বয়স ২৫ এবং অন্য জনের বয়স ২০। অন্যদিকে সোনাতলার আক্রান্ত ব্যক্তির বয়স ৪৭।