নিজস্ব প্রতিবেদক :
বগুড়ায় নতুন করে আরও দুজন করোনায় শনাক্ত। এদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল। তিনি বগুড়া পুলিশ লাইন্সে আছেন। তবে তার বাইরে যাওয়ার কোন ইতিহাস নেই। তিনি স্থানীয়ভাবেই আক্রান্ত হয়েছেন।
অপরজন, শিবগঞ্জ পীরবের এক যুবক। নারায়নগঞ্জ ফেরত। পেশায় কারখানার শ্রমিক।গত ৭ তারিখে বগুড়ায় আসেন।
আজ রোববার শজিমেক থেকে আসা ১৮৮ ফলাফলে বগুড়া ৩৯( ২ টা পজিটিভ), জয়পুরহাট ১৪৯( একটা পজিটিভ)।
এই নিয়ে বগুড়ায় মোট ৩৯জন করোনায় আক্রান্ত। এদের মধ্যে ৯জন সুস্থ হওয়ায় এখন চিকিৎসাধীন ৩০জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চত করেছেন।