বগুড়া প্রতিনিধি: বগুড়ায় আরও দুইজন করোনায় আক্রান্ত। দুজন পুরুষই সদরের। একজন চেলোপাড়ার, অপরজন চক ফরিদ এলাকায়।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।
চেলোপাড়ার আক্রান্ত ব্যক্তিটি বগুড়া থেকেই আক্রান্ত। তিনি এক বাসায় কাজ করতের। আর অপরজন ঢাকায় মুরগীর ব্যবসা করতো। তিনি ৫ দিন আগে ঢাকা থেকে বগুড়ায় এসেছেন।