নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়ায় পহেলা বৈশাখের দিনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বগুড়া জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। সংগঠনটির সভাপতি আবু হাসানের নিজস্ব অর্থায়নে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ত্রান সামগ্রী নিয়ে শহরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রদান করা হয়। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া চান নেতৃবৃন্দ। ত্রান সামগ্রী বিতরণকালে ছাত্রদলের সহ-সভাপতি রাগীব ইয়াসার মানিক, সহ-সভাপতি শাফিনুর ইসলাম মিলটন, সহ- সাধারন সম্পাদক সাজু আহম্মেদ রবি, সহ -সাধারন সম্পাদক মোস্তালিন হোসেন নিসাদ, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রনেতা সন্ধান সরকার, সন্ধি শেখ, সরকারি শাহ সুলতান কলেজে ছাত্রনেতা সনি প্রমুখ। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রান সামগ্রী ছাত্রদলের পক্ষ থেকে অসহায়দের জন্য অব্যহত থাকবে বলে নেতৃবৃন্দ জানান।