স্টাফ রিপোর্টার
বগুড়ায় ১০ মামলার ১ আসামিকে গাঁজাসহ ডিবি পুলিশের চৌকসটীম এবং পৃথক অভিযানে চোলাই মদ এবং ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে, র্যাব-১২ বগুড়ার সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন, পার নওগাঁ দক্ষিণপাড়া (ঢাকা বাসষ্ট্যান্ড) থানা নওগাঁ সদর এলাকার মৃত আঃ আজিজ এর ছেলে মামুন হোসেন ওরফে গাজী মামুন (৩৫) কে ৩ কেজি গাঁজা এবং মোটরসাইকেলসহ আদমদীঘি আবাদ পুকুর এলাকা থেকে মঙ্গলবার রাতে টীম ডিবি গ্রেফতার করেছে।
বুধবার দুপুরে রানা প্লাজার সামনে থেকে সদরের এরুলিয়া চকপাড়া, এলাকার আব্দুর রহমান সরকার এর ছেলে মাদক ব্যবসায়ী রায়হান রুনু সরকার (৩৯)কে ৬২ লিটার চোলাইমদসহ গ্রেফতার করে র্যাব সদস্যরা।
অপরদিকে, কাহালু থানাধীন ভালতা সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠ এলাকা থেকে দিনাজপুর হাকিমপুর থানার সাতকুড়ি এলাকার নুর ইসলামের ছেলে আলিম হোসেন (২৮),কে ৭২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ র্যাব গ্রেফতার করেছে।
ওই আসামিদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।