
নিজস্ব প্রতিবেদক, করোনাভাইরাসের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়া ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন এর উদ্যোগে সোমবার প্রচারণা চালানো হয়েছে। প্রচারণায় নেতৃত্ব দেন বগুড়া ফটো জার্নালিষ্টএসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব মমিনুর রশীদ তালুকদার শাইন।এ সময় বগুড়া ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন এর সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক সাবেক সাধারন সম্পাদক ঠান্ডা আজাদ, বিপিজের সহ -সভাপতি ফিরোজ পশারী রানা, প্রদর্শনী সম্পাদক কামরুল হাসান কমল নির্বাহী সদস্য আল মুমিনসহ স্থানীয় ও জাতীয় পাত্রিকার ফটো সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সোমবার সকাল থেকে দিনব্যাপী শহরের সাতমাথা থেকে শুরু করে নিউ মার্কেট আলতাফ আলী মার্কেট ,আল আমিন মার্কেট এলাকায় করোনা ভাইরাস বিস্তাররোধে সচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়েছে । প্রচারাভিযানে সাধারণ মানুষ, রিক্সাচালক পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট, রিক্সাচালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।বগুড়া ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি মমিনুর রশীদ তালুকদার শাইন বলেন, করোনাভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই প্রচারণা চালানো হচ্ছে। এ ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়া যাবে না। বরং সবাইকে সচেতন হতে হবে,পরিস্কার থাকতে হবে। তাই সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মাঝে মাস্ক ও লিফলেট বিরতণ করা হয়েছে।