ষ্টাফ রিপোর্টার:
বগুড়ায় ফিল্মীস্টাইলে দস্যুতাকালে শ্রমিকনেতার ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করেছে সদর ফাঁড়ির পুলিশ। এ ঘটনায় পলাতক অপর আসামীকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে। উদ্ধার হওয়া এলইডি টিভি পুলিশ জব্দ করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, সদরের মফিজপাগলার মোড়ের শহর শ্রমিক দলের সভাপতি লিটন শেখ (বাঘা)র ছেলে জনি শেখ (২৮), জলেশ্বরীতলার আব্দুল কাইয়ুমের ছেলে সাইফুল্লাহ রুমন (৩৮), শাজাহানপুর উপজেলার ফুলতলার বগুড়া পলিটেকনিক্যাল ইন্সটিটউটের প্রফেসর আবুল হোসেনের ছেলে আজাহারুল ইসলাম শান্ত (২৫) এবং পলাতক ১।
পুলিশসুত্রে জানা গেছে, বগুড়া শহরস্থ জলেশ্বরীতলায় (আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন) শ্রী প্রদ্যুত কুমার সাহার বাসায় দিন-দুপুরে ফিল্মি স্টাইলে দস্যুতার এ ঘটনা ঘটে। গত ২৮ অক্টোবর বেলা সাড়ে ১২টায় প্রদ্যুত কুমারের বাসায় কে বা কারা কলিং বেল চাপলে প্রদ্যুত কুমারের স্ত্রী শোক্লা সাহা বাসার গেট খুলে দিলে অজ্ঞাত ৪ যুবক তাঁর স্ত্রীকে বলে আপনার বাসার পানির লাইনের সমস্যা আছে। আমরা ঠিক মেরামত করার জন্য এসেছি। একথা বলে ওই যুবকরা জোরপূর্বক বাসার ভিতরে ঢুকে ধারালো চাকু শোক্লা সাহা ও তার ছেলে সুমন্ত সাহা (১৪)র গলায় ধরে এবং ভয়ভীতি দেখে চিৎকার-চেচামেচি করতে নিষেধ করে।
এক পর্যায়ে তারা প্রদ্যুত কুমারের ঘরে থাকা ৬৫ হাজার টাকা দামের ৪০ ইঞ্চি এলইডি টিভি, মোবাইল ফোন, চেইনমালা ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয় লোকজন জানায়, ওই যুবকরা অল্প বয়সের ছেলেদেরকে বিভিন্ন প্রলোভন দিয়ে শহরের জলেশ্বরীতলা, রহমাননগর, মালতিনগর, বউবাজার এলকাসহ বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, খুন, ডাকাতী, মাদক পাচারসহ নানার রকম অপরাধ করিয়ে নেয়।
এ ঘটনার পরপরই সদর ফাঁড়ির ইনচার্জ চৌকস পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ এর নেতৃত্বে এস.আই খোরশেদ আলম রবি, এএসআই আলমাস আলী, এটিএসআই শফিকুল ইসলামসহ শহরের বিভিন্ন জায়গায় অভিযান করে রবিবার ৩ জনকে আটক করে এবং ছিনতাইকৃত টিভি উদ্ধার করে। পরে আসামীরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
দৃষ্টি২৪ ডটকম’কে পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, আসামীদের বিরুদ্ধে দস্যুতার অভিযোগে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।