নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪২জন করোনায় শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুরুষ-২৯ জন,মহিলা-৭জন ও শিশু ৬ জন।
এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫১৭ জনে।
আজ বৃহস্পতিবার রাত ৮টায় ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
আক্রান্তদের মধ্যে সদরের- ২৮জন, শেরপুরে ৮জন, গাবতলীতে ২জন, ধুনটে ২জন, শাজাহানপুর ও কাহালুতে একজন করে।
সদরের মধ্যে মাটিডালীতে একই পরিবারের ৪জন।
শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ার ১৬৩(২৭ পজিটিভ)ও টিএমএসএস এর ৪২ ফলাফলে বগুড়ায়(১৫জন পজিটিভ)।
এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৫১৭ সুস্থ-৪৮, মৃত্যু-০১। চিকিৎসাধীন আছে- ৪৬৮ জন।