শেখ মনিরুল ইসলাম, স্টাফরিপোর্টার
মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় জামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহরের খান্দারস্থ এলাকায় মাদ্রাসা মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক রতন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাকিম রহমান। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল আজিজুল হক বিশ্ববিদ্যালযের সহযোগী অধ্যাপক মতিউর রহমান, দিলরুবা ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি মিসেস ইয়াসমিন হাসান, শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা নুরুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ সলিমুল্লাহ আকন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় শ্রেষ্ঠ ইমাম বিশিষ্ট ইসলামি গবেষক মাওঃ মোস্তাকিম হোসাইন, প্রতিষ্ঠানের সহ-সভাপতি ইউসুফ আলী মিয়া, অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রতিষ্ঠানের পরিচালক মাওঃ তৌহিদুল হক আকন্দ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সিনিঃ সহসভাপতি মাওঃ আবু রাজি, ক্যাশিয়ার মিনার হোসেন। ধর্মীয় সম্পাদক মাহফুজার রহমান বোল্লা, বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। উই কেয়ার বিডির সৌজন্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহ নানা সামগ্রী দেয়া হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন সনি বাংলা টিভি ও অনলাইন নিউজ পোর্টাল দৃষ্টি ২৪.কম।