নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় মাস্ক ব্যবহার না করা এবং স্বাস্থ্যবিধি অনুস্মরণ না করায় জেলা প্রশাসন অর্থদন্ড করেছে, পাশাপাশি যাদের মাস্ক ছিলনা তাদের বিনামূল্যে মাস্ক প্রদান করা হয়েছে।
শুক্রবার সাতমাথা, স্টেশন সড়কসহ বেশ কয়েকটি স্থানে জনগণকে সচেতন করা হয় ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এ ১৪টি মামলায় অপরাধ বিবেচনায় ১০০ থেকে২০০০ টাকা পর্যন্ত অর্থদন্ড করা হয়েছে।
অর্থদন্ড দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি.এম. রাশেদুল ইসলাম।
এছাড়া স্টেশন রোডের ফলপট্টি হতে সাতমাথা ও সাতমাথার আশে পাশে স্বাস্থ্য বিধি অনুসরণ না করে ফুটপাতে দোকানপাট বসায় তা অপসরণ করা হয় এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এ ১টি মামলায় ২০০০টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় জেলা পুলিশ, পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর শাহ আলী ও পেশকার সহযোগিতা করেন।
জেলা প্রশাসন এর পক্ষ থেকে বলা হয়েছে জনস্বার্থে এঅভিযান চলমান থাকবে।