নিজস্ব প্রতিবেদক:
বগুড়া সাবগ্রাম আকাশতারা এলাকায় দিনে দুপুরে বালু ব্যবসায়ী ও যুবলীগ বন্দর কমিটির সেক্রেটারি আবু তালেব হত্যার ৬দিনের মাথায় হত্যা মামলার ২জন আসামীকে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
আটককৃত আসামীরা হলেন,আকাশতারা মধ্যপাড়া এলাকার আফসার প্রামানিকের ছেলে চান মিয়া এবং কাইয়ুম প্রামানিকের ছেলে বাপ্পারাজ।
জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া এর তত্বাবধানে গোয়েন্দা বিভাগের একটি চৌকস টীম ইন্সপেক্টর এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে গতকাল রাতে শহরের বারপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এবং তাদের নিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।
পরে শনিবার আজ দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
এর আগে গত ১৪ই জুন দিনে দুপুরে নিহত তালেবকে আকাশতারা এলাকায় জবাই করে নিশংসভাবে হত্যা করা এবং ঘটনার পরদিন নিহত তালেবের স্ত্রী বগুড়া সদর থানায় ৩ জনের নাম উল্লেখ করে ও ৭/৮ জন অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।