
নিজস্ব প্রতিবেদক, করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য এবং করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে চাল, ডাল, সাবান, তেল, আলু ও আটা সহ বিভিন্ন খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে শহরের কলোনী করতোয়া রোড আমান বিল্ডিং প্রাঙ্গনে লাল মিয়া স্মৃতি সংঘের উদ্যোগে এবং আবির শ্রমজীবী সমবায় সমিতির সহযোগিতায় এলাকার গরীব ও দুস্থদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। তারা বাড়ী বাড়ী গিয়ে এসব খাবার সামগ্রী বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা দলের ক্রিকেটার বাবলা, রাব্বি, মামুন, শাওন, রাহুল, মিলু, হাসু, স্বাধীন, সম্পদ ও রোহান সহ প্রমূখ।