স্টাফ রিপোর্টার:
বগুড়ার সোনাতলায় শ্বশুরবাড়ির কাছে ডোবা থেকে আব্দুর রহিম ওরফে ভোদল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জোরগাছা ইউনিয়নের নওদাবগা পূর্বপাড়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ভোদল একই উপজেলার শিহিপুর গ্রামের মোজাহার আলীর ছেলে। তিনি পেশায় রিকশা চালক ছিলেন।
জানা গেছে, ভোদল ২০০৯ সালে হাটকরমাজা গ্রামের বাদশা মিয়ার মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। কিন্তু তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দিলে তিন বছর আগে ডিভোর্স হয়ে যায়।
তবে তারা আবারো পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করে সংসার করছিল।
নিহতের স্ত্রীর দাবি- গত ২ মাস ধরে ভোদল শ্বশুরবাড়িতে আসতো না।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ডোবায় ফেলে দেয়া হয়।