নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় শ্রমিকদের বহনকারী বাস থামিয়ে চাঁদাবাজির অভিযোগে সাবেক শ্রমিক নেতা শাহীনুর রহমান ওরফে ঝটিকা শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার ভোরে বগুড়া-ঢাকা মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহনী জেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে ২০১৮ সালে বগুড়ার এক ছাত্রীকে ধর্ষণ মামলায় শাহীনকে গ্রেপ্তার করা হয়। পরে সংগঠন থেকে তিনি বহিষ্কৃত হন।
পুলিশ জানায়, নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে ধান কাটতে ৪৬ জন শ্রমিক নিয়ে একটি বাস কুমিল্লা যাচ্ছিলো। সোমবার রাত তিনটার দিকে ওই বাস বগুড়া শহরের চারমাথায় পৌঁছালে ঝটিকা শাহীনসহ বেশ কয়েকজন তার (বাসের) গতিরোধ করেন। পরে বাস চালকের কাছ থকে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করেন চালক ও তার সহকারি। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন শাহীন ও তার সহযোগীরা। পরে তারা বাসচালক মনির ও সহকারী রতনকে মারধর শুরু করেন। এ সময় বাসে থাকা শ্রমিকরা এগিয়ে আসলে অন্যরা পালিয়ে যান। কিন্তু শ্রমিকদের কাছে ধরা খান ঝটিকা শাহীন। পরে মহাসড়কে টহলরত পুলিশের হাতে শাহীনকে সোপর্দ করা হয়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) বলেন, এ ঘটনায় দ্রুত বিচার আইনে বগুড়া সদর থানায় ১৫ জনকে আসামি করে মামলা হয়েছে।