স্টাফ রিপোর্টার:
বগুড়া প্রেসকাবের নির্বাহী পরিষদের সভায়
সাংবাদিক পরিচয়ে অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়েছে।
শনিবার দুপুরে বগুড়া প্রেসকাবের কার্যনিবাহী পরিষদের সভা সংগঠনের সভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনা করেন প্রদীপ ভট্রাচার্য শংকর, আব্দুল মোত্তালিব মানিক, আব্দুস সালাম বাবু, এস এম কাওছার, এস এম পল্লব, শফিউল আজম কমল, জে এম রউফ, ইলিয়াস হোসেন, মেহেরুল সুজন, এইচ আলীম, ফরহাদুজ্জামান শাহী, আব্দুর রহিম, তানসেন আলম, প্রবীর মোহন্ত, ইনছান আলী শেখ ও লতিফুল করিম। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ রেহমান।
সভায় আগের সময়সুচি অনুযায়ি প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত প্রেসকাব খোলা রাখার সিন্ধান্ত নেয়া হয়। সভায় সদস্যদের বকেয়া চাঁদা পরিশোধ করার আহবান জানানো হয়। সভায় সাম্প্রতিককালে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্মের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। এ ধরনের ঘটনায় জড়িত তথাকথিত সাংবাদিক নামধারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। এছাড়াও সভায় বগুড়া প্রেসকাবের সদস্য গোলজার হোসেন মিটুর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় নিন্দা জানিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।