
নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের কারণে স্বপ্নের আলো সেবা সংস্থার অর্থায়নে সংস্থার চেয়ারম্যান হামেদ আলী চৌধুরীর তত্বাবধানে বেকার হয়ে পড়া দিনমজুর, দিন আনা দিন খাওয়া ও নিম্ন আয়ের এবং কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংস্থার নির্বাহী পরিচালক মোছা. নাছিমা আক্তার।
ঊুধবার (৮এপ্রিল) সকালে শহরের ঠনঠনিয়া নিজস্ব কার্যালয়ে অত্র এলাকার প্রায় ৩শতাধিক গরীব, অসহায় ও দুস্থ্যদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ নাছিমা আক্তার বলেন, সবাই সচেতন হলে করোনা ভাইরাস সংক্রমন রোধ করা সম্ভব। তাই আসুন করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সামাজিক দুরত্ব বজায় রাখা সহ প্রয়োজনীয় কাজ ছাড়া ঘড়ের বাহিরে না যাই। বিশেষ করে শিশু, বয়োঃবৃদ্ধ, এবং নারীদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বেশি বেশি হাত ধোয়ার কথা বলেন। সেই সাথে এই সংকটময় সময়ে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষকে এসব কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহব্বান জানান। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুর রহিম প্রামানিক, সংস্থার শাখা ব্যবস্থাপক মো. আব্দুস সালাম, নির্বাহী সদস্য মো. ওবায়দুল ইসলাম, নাজমা আক্তার ও সালমা আক্তার সহ প্রমূখ।