নিজস্ব প্রতিবেদক:
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিট থেকে করোনা পজিটিভ রোগী পালিয়ে গেছেন।
শুক্রবার (২২মে) বেলা ১২ টার দিকে হাসপাতালের ওয়ার্ড থেকে পালিয়ে যান।
পালিয়ে যাওয়া করোনা পজিটিভ রোগী সিরাজুল ইসলাম (৩৫) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শীতল বাড়ি গ্রামের আব্দুল বারীর ছেলে।
জানাগেছে, গত সোমবার (১৮ মে) সন্ধ্যার আগে বগুড়া-রংপুর মহাসড়কে মহাস্থান এলাকায় অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকৎসকা কর্মকর্তা ডাঃ শফিক আমিন উদ্যোগ নিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন। পরদিন তার নমুনা পরিক্ষার ফলাফলে করোনা পজিটিভ হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত তিন দিনে তার উন্নতি হয়।এরপর শুক্রবার বেলা ১২ টার দিকে হাসপাতাল থেকে পালিয়ে যায়।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ শফিক আমিন কাজল বলেন, হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীরা শুক্রবার আশংকাজনক এক রোগী নিয়ে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে করোনা পজিটিভ রোগী সিরাজুল ইসলাম পালিয়ে যান।