নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শেরপুরে মাদক বিরোধী অভিযানে ১৭’শ পিচ ইয়াবা সহ ৩মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
গতকাল ১৯ জুলাই বিকেল ৫টার দিকে শেরপুর থানাধীন মির্জাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মির্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো মাদারীপুর জেলার লক্ষিপুর গ্রামের মৃত কিয়ামদ্দিনের ছেলে রাজিব ব্যাপারী(৩৪), রাজেক আলীর ছেলে সজিব শেখ (২১) এবং হামিদ শেখের ছেলে মেহেদি হাসান (২০) উভয়েই বগুড়ার শেরপুর উপজেলার ভটরা গ্রামের বাসিন্দা।
জেলার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, আসামিদের বিরুদ্ধে গতকাল বগুড়ার শেরপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।