স্টাফ রিপোর্টার:
বগুড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকিতে পুলিশের সাথে সংঘর্ষের অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেল ছাত্রদলের আরও ৪৪ জন নেতাকর্মীরা। বৃহস্পতিবার বগুড়া জেলা জজ আদালত থেকে এসব নেতাকর্মীরা স্থায়ী জামিনের আদেশ পান।
এদের মধ্যে উল্লেখযোগ্য নেতারা হলেন বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান সহ ৪৪ জন নেতা কর্মী।
এর আগে গত ৬,জানুয়ারী ২০ তারিখে উচ্চ আদালতের জামিনে ছিলেন নেতা কর্মীরা।
রাজনৈতিক এ মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট সাইফুল ইসলাম ও এ্যাডভোকেট পান্না। জামিন পাওয়ায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।