
নিজস্ব প্রতিবেদক, করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য বগুড়ার ৬নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে সাধারণ জনগণের মাঝে মাস্ক, সাবান ও গ্লোবস সহ বিশেষ উপকরণ বিতরন করা হয়েছে।
আজ রবিবার রাতে শহরের চেলোপাড়া কালীমন্দিরের সামনে এসব উপকরণ বিতরন করা হয়। ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মাদ আলী শান্তর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু প্রদীপ কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্নাল বিডি’র প্রকাশক পরিমল প্রসাদ রাজ, বগুড়া জেলা তাঁতী লীগের সদস্য সচিব রাশেকুজ্জামান রাজন। এসময় আরো উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সম্পদ চক্রবর্তী, ছাত্রনেতা জয়, সৌরভ আকন্দ ও সাব্বির সহ প্রমূখ।