ষ্টাফ রিপোর্টারঃ
৭দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহী বিভাগীয় সরকারি কর্মচারীদের প্রতিনিধি সভা বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের-সভাপতি সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রতিনিধি সভায় কেন্দ্রীয় প্রতিনিধি ও রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তর/ প্রতিষ্ঠানের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিজামুল ইসলাম ভুইয়া ( মিলন), সভাপতি বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ ঢাকা, ওয়ারেছ আলী সভাপতি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ও সাবেক চেয়ারম্যান বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ঢাকা, মহাসচিব আলহাজ্ব আমজাদ আলী খান, বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ ঢাকা, সাধারণ সম্পাদক খায়ের আহম্মেদ মজুমদার, অতিরিক্ত সাধারণ সম্পাদক কাসার হোসেন, সহঃ সম্পাদক মনিরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যান ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল, প্রচার সম্পাদক আঃ আল মামুন ভুইঁয়া, সদস্য আঃ মান্নান, মতিউর রহমান, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, রুহুল আমিন, আঃ সাত্তার প্রমুখ। প্রতিনিধি সভায় জাতীয় স্থায়ী বেতন কমিশন গঠনপুর্বক বঙ্গবন্ধু ঘোঘিত ১৯৭৩ সনের ১০ ধাপে ৯ম পে-স্কেল বাস্তবায়ন করা, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের পার্থক্য ১ঃ৫ হতে হবে, এবং পূর্বের ন্যায় ১০০% পেনশন প্রথা চালুসহ ৭ দফা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান প্রতিনিধি নেতৃবৃন্দ।