নিজস্ব প্রতিবেদক, বগুড়া জেলা সংবাদপত্র হকার্স ঐক্য পরিষদের সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে। করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য এবং করোন ভাইরাস প্রতিরোধে গতকাল মঙ্গবার বিকেলে এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৬মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত পত্রিকা বিক্রয় থেকে শুরু করে সকল কার্যক্রম বদ্ধ ঘোষনা করা হয়েছে। ওই সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা সংবাদপত্র হাকর্স ঐক্য পরিষদের ১নং সভাপতি শ্রী কালু চন্দ্র সরকার, ২নং সভাপতি মোঃ আব্দুল মালেক, ১নং সাধারণ সম্পাদক জাহিদুর ইসলাম, ২নং সাধারণ সম্পাদক সাজু শেখ প্রমূখ।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংগঠনের এ সিদ্ধান্ত সকল সদস্যদের মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।