
নিজস্ব প্রতিবেদক:
বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সংবাদপত্র কর্মচারীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সংবাদপত্র কর্মচারীদের মাঝে উপহার সামগ্রী হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের মালতিনগরে জেলা সমাজসেবা কার্যালয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপ-পরিচালক আবু সাঈদ মো: কাওছার রহমান।
এসময় সহকারী পরিচালক সানাউল ইসলাম, উম্মে হানি আকতার, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, সহ-সভাপতি আব্দুস সালাম বাবু,বগুড়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজা, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগরা, আসাফ উদ দৌলা ডিউক প্রমুখ উপস্থিত ছিলেন। এ
সময় সবাইকে ঘরে থাকা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়।