পবিত্র কুমার দাস, বগুড়া প্রতিনিধি :
বগুড়া পৌর ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যেগে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছে।
বগুড়া পৌর ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আলী শান্ত্র নিজস্ব উদ্যেগে চেলোপাড়া ভূমি অফিস মসজিদ মাঠে বিকাল ৫ ঘটিকায় বৃক্ষরোপন কর্মসূচি করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র কমিটির নির্দেশে এই বৃক্ষরোপন কর্মসূচি শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু প্রদীপ কুমার রায়, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম রঞ্জু, ব্যবসায়ী ও সমাজসেবক পরিমল প্রসাদ রাজ, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্মল দাস কালু, আওয়ামী লীগ নেতা বাবলু, নূরে আলম, পৌর ছাত্রলীগ নেতা সাব্বির, তপু, গবিন্দ, অরিন, রিয়াদ, জয় প্রমুখ।