শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন, শিশুখাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা পরিষদ।
রবিবার বিকেলে উপজেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসেবে বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক সুবিধাবঞ্চিতদের মাঝে এই সমস্ত দ্রব্যাদি বিতরন করেন।
উপজেলা পরিষদের অর্থায়নে সহায়তা পেয়ে প্রতিবন্ধী, বেকার যুবমহিলা, শিশু ও দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মুখে আনন্দ উচ্ছাসে হাসি ফুটে উঠে।
বিতরনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ, ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিক খান, থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।