বগুড়া প্রতিনিধি:
করোনা পরিস্থিতির মধ্যে কর্মহীন ও অসহায় মানুষদের মাঝে মা নুরজাহান ইয়াসমিন ফাউন্ডেশনের উদ্যোগে খাবার বিতরণ সম্পন্ন।
ঈদের তৃতীয় দিনে ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষে প্রতিবছরের ন্যায় মা নুর জাহান ইয়াছিন ফাউন্ডেশন কতৃক চন্দন বাইসা করিতলা এবং রোহাদহ সরকারি প্রাথমিক বিদালয়ে বানভাসি মানুষের মাঝে একশত পরিবারের মাঝে উন্নত
খাবার বিতরণ সংস্থার চেয়ারম্যান সৈয়দ রিজবী আহম্মেদ ফারুক।