নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় বিএনপির অস্বচ্ছল নেতাকর্মীদের পরিবারের মাঝে সকাল থেকে রাত পর্যন্ত ছাত্রনেতাদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করলেন ছাত্রনেতা রিয়ন জোয়ার্দার। শনিবার শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের উদ্যোগে, এভাবেই বেশ কিছু দিন ধরে ঈদ সামগ্রী বিতরণ করছেন জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়ন জোয়ার্দার।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ- সভাপতি জাকির হোসেন রাকিব, সহ-সাধারণ সম্পাদক আরিফ সরর্দার, সহ-সম্পাদক রাশেদ হোসেন, রাজন মাহমুদ, ফেরদৌস ফাহাদ, মাহবুবুর রহমান, প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া চান।