নিজস্ব প্রতিবেদকঃ
বিগত আন্দোলনে নির্যাতিত অনেক দলীয় নেতা-কর্মীরা রয়েছে যারা এখনো স্বাভাবিক জিবন (কোমড় সোজা) করে দাঁড়াতে পারেনি। জেল খেটে আর বহু নির্যাতন সহ্যকরে এখনো দলের স্বার্থে রাজনীতি করে যাচ্ছে, সেসব নেতা-কিংবা কর্মীদের মুল্যায়ন করার মত বগুড়া জেলা বিএনপিতে খুব কমই নেতা আছেন। দেশে মহামারী করোনা পরিস্থিতিতে অার্থিক সংকটে থাকা এমন অনেক ত্যাগী নেতা-কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য সূদুর লন্ডন থেকে নির্দেশনা দিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানবিক আর কর্মীবান্ধব জেলা বিএনপির অন্যতম নেতা এম আর ইসলাম স্বাধীন নিজ অর্থায়নে ১২০জন নেতা-কর্মীরা যারা অার্থিক সংকটে রয়েছেন তাদের প্রত্যেককে ১হাজার টাকা করে ১লাখ ২০হাজার টাকা সহায়তা প্রদান করেছেন। সোমবার দুপুরে নবাববাড়ি সড়কস্থ দলীয় কার্যালয়ে অার্থিক সহায়তার সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি লাভলী রহমান, বিএনপিনেতা কে. এম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাইন, খাদেমুল ইসলাম, সাখাওয়াত হোসেন প্রমুখ। সহায়তা হাতে ওই সব নেতাকর্মীরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এম.আর. ইসলামের দীর্ঘায়ু কামনা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।