শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে বাল্য বিয়ের অভিযোগে কণের মায়ের ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল গ্রামে ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. আশিক খান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, রিমা খাতুন (১৫) এর সাথে আবদুল করিম (২৫) এর বিবাহ সম্পন্ন হয় গত এক মাস আগে। আজ বৃহস্পতিবার আয়োজনের মাধ্যমে বিবাহ উত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা। এ খবরে শাবরুল গ্রামে ভ্রাম্যমান আদালত বসানো হয়। ভ্রাম্যমান আদালতে দোষ স্বীকার করায় মেয়ের মা চায়না বেওয়া (৪৫)-কে বাল্য বিবাহে সহযোগিতার অপরাধে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৮ বছর হওয়ার পূর্বে মেয়েকে ছেলের বাড়িতে পাঠাবে না মর্মে মুচলেকা দেন। পুলিশসহ ম্যাজিস্ট্রেট আসার খবরে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে উপস্থিত হয়নি।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) মো. আশিক খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।