স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া কেন্দ্রিয় সার্বজনীন কালী মন্দিরে প্রার্থনা, কেককর্তন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে কেক কর্তন শেষে ভক্তবৃন্দের উদ্দেশ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
এ সময় ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, সাবেক মেম্বার দেলোয়ার হোসেন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নীরেন্দ্র মোহন সাহা, মন্দির কমিটির সভাপতি চিত্তরঞ্জন তরফদার, সদস্য ননী গোপাল শীল, দুলাল কর্মকার, অরুপ সাহা, অশোক বর্মণ, কবি নির্মল ঘোষ, শ্যামল, রাখাল, উত্তম সাহা, অরুন কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।