নিজস্ব প্রতিবেদক:
এখন চলছে বর্ষাকাল, আর গাছ লাগানোর এটাই উপযুক্ত সময়। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষের ভুমিকা অপরিসীম। গাছ আমাদের অকৃত্রিম বন্ধুও বটে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অন্তত তিনটি করে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করুন।
প্রধানমন্ত্রীর এই কর্মসূচি বাস্তবায়ন করতে বগুড়ার শাজাহানপুরের সুজাবাদ এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেছেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু।
বৃহস্পতিবার সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠানের সভাপতি সৈয়দ রেজভী আহমেদ ফারককে সাথে নিয়ে নিজেই মাটি কেটে কয়েকটি ফলজ বৃক্ষ রোপন করেন।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসা সুপার জাহিদুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য সায়েদ আলী, শিক্ষক ও কর্মচারীবৃন্দ।