শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে মানিকদিপা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি (এডহক)’র সভাপতি পদে ত্রি-মুখী লড়াইয়ে অবশেষে আব্দুল বাসেদ রঞ্জু জয়ী হয়েছেন।
গত ২ সেপ্টেম্বর রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন অভিভাবক সদস্য গোলাম প্রামানিক, শিক্ষক প্রতিনিধি মুক্তার হোসেন এবং সদস্য সচিব প্রধান শিক্ষক আব্দুল আজিজ।
উল্লেখ্য, এডহক কমিটির সভাপতি মনোনীত করতে স্থানীয়দের সাথে আলোচনা করে শিক্ষানুরাগী ৩ ব্যক্তির নামের তালিকা গত ২৬ আগস্ট রাজশাহী শিক্ষা বোর্ডে পত্র পাঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ। ওই তালিকায় মানিকদিপার জনপ্রিয় ব্যক্তিত্ত্ব আব্দুল বাছেদ রঞ্জু, যুবলীগ নেতা এস.এম বাকি বিল্লাহ এবং বঙ্গবন্ধু প্রজন্মলীগ নেতা ইনছান আলীর নাম পাঠানো হয়েছিল। এরপর থেকেই সভাপতি পদ নিয়ে শুরু হয় ৩ প্রার্থীর মধ্যে ত্রি-মুখী লড়াই। অবশেষে ২ সেপ্টেম্বর রাজশাহী শিক্ষা বোর্ডের ৩/এস/৬৭/৬১১ নং স্মারকে এডহক কমিটি অনুমোদন দেয়া হয়।