নিজস্ব প্রতিবেদক, তাড়াশ (সিরাজগঞ্জ):
মেধাবী কলেজ ছাত্র হাবিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী। প্রতিবাদে চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাজার এলাকায় বুধবার সকালে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
মানববন্ধন কর্মসূচীতে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলম হোসেন, সহ সভাপতি আফতাব হোসেন, গাজী আব্দুল খালেক মাস্টার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা দিলিপ বর্মচারী, ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ প্রমূখ বলেন, উপজেলার হান্ডিয়াল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও চাটমোহর সরকারি কলেজের অনার্স একাউন্টিং বিভাগের মেধাবী ছাত্র হাবিবুর রহমানকে (২৬) হান্ডিয়াল বাজারের মধ্যে প্রকাশ্যে হত্যা করা হয়।
পূর্ব শুত্রুতার জের ধরে একই গ্রামের দুলাল হোসেনের ছেলে কাওছার আহমেদ কাজল (২৫), আব্দুল মাজেদের ছেলে সাহেদ আলী (২৩), আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে মো. রনি আহমেদ (২৪), জাকির হোসেনের ছেলে রাকিবুল হাসান (২১), কালু খন্দকারের ছেলে নাহিদ খন্দকার (২০), সাদ্দাম হোসেনের ছেলে হামজালাল (২০), গোলবার হোসেনের ছেলে আসিফ হোসেন (২), হাসুপুর গ্রামের রওশন আলীর ছেলে রাসেল আহমেদ (২৪), বল্লভপুর গ্রামের বুকুল হোসেনের ছেলে আব্দুল্লাহ (২১), হোসেনপুর গ্রামের সোহেল রানার ছেলে ইমরান হোসেন (২২) ও মারিয়া¯’ল গ্রামের আব্দুল লতিফের ছেলে শামিম আহমেদ (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর নিজেরাই ধর ধর স্লোগানে আতংক সৃষ্টি করে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
বক্তারা আরও বলেন, নির্মম হত্যা কান্ডের ৭২ ঘন্টা পেরিয়ে গেছে। অথচ থানা পুলিশ একজন আসামীকে গ্রেফতার করতে পারেনি।
এ প্রসঙ্গে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, ঘটনার পর থেকেই আসামীরা পলাতক। তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।