আশরাফুল ইসলাম সুমন, সিংড়া:
নাটোরের সিংড়ায় মেয়ের লাঠির আঘাতে নিহত হয়েছে আব্দুস সাত্তার (৮০) নামে এক ব্যক্তি, নিহত আব্দুস সাত্তার হাতিয়ান্দহ ইউনিয়নের ওয়ার্ড আ’লীগের সভাপতি ছিলেন।
সোমবার দুপুর ১২ টার দিকে নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আচলকোট গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মেয়েকে আটক করেছে।
এলাকাবাসী ও পারিবার সুত্রে জানাযায়, সোমবার দুপুর ১২ টায় নিজ বাড়িতে পিতা ও মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় জমি লিখে দেবার জন্য মেয়ে চাপ দেয় এক পর্যায়ে মেয়েটি নারিকেল গাছের ডাল দিয়ে ঘাড়ে আঘাত করলে মাটিতে লুটে পড়ে আব্দুস সাত্তার সেখানেই তাঁর মৃত্যু ঘটে।
হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম বলেন, মেয়েটি স্বামী তালাক প্রাপ্ত হয়ার পর থেকেই বাবার বাড়িতে অবস্থান করতো তবে এটা খুব দুঃখ জনক ঘটনা পারিবারিক বিরোধে এ ঘটনা ঘটেছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মেয়ে মিরা খাতুনকে আটক করা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেনি।