নিজস্ব প্রতিবেদকঃ
দেশে করোনা পরিস্থিতিতে সংকটে থাকা এলাকার দিনমজুর মানুষের মাঝে সাধ্যমত ত্রানসহায়তা করে যাচ্ছেন বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর বিশিষ্ট সমাজ সেবক আওয়ামীলীগ নেতা সৈয়দ সার্জিল আহমেদ টিপু।
নিজ ওয়ার্ড কার্যালয়ে বসে থেকে নিজ নির্বাচনী এলাকা ছাড়াও অন্যান্য এলাকার অসহায় নারী-পুরুষদের সহায়তা করে যাচ্ছেন। শনিবার দুপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে এলাকার অসহায় ২০০জনের মাঝে নিজ অর্থায়নে ১০কেজি করে চাল তুলে দেন তিনি, এসময় সমাজ সেবক মোখলেছুর রহমান, ছাত্রলীগ নেতা জেমি পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সরকারি ত্রানের পাশাপাশি করোনার সংক্রমণ রোধে শুরুতেই এলাকায় মাস্ক ও সাবান বিতরণ করেছেন।
এ পর্যন্ত ৭ হাজার পরিবারের মাঝে নিজ অর্থায়নে চাল, ডাল, আটা, আলুসহ নিত্যপ্রয়োজনিয় ত্রান সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন টিপু।
তিনি জানান, আল্লাহর রহমতে ভাল আছি। সবাইকে নিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে চাই। সহায়তা চালিয়ে যাব যতদিন এ দূর্যোগের অবসান না হবে।