রাকিবুল ইসলাম , ভ্রাম্যমান প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ধুনট উপজেলার ধুলাউড়ী গ্রামে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে দুস্থদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
রোটারী ক্লাবের সেক্রেটারী রোটা. শাহীন কাদির জানান, দেশে করোনা ভাইরাসের প্রভাব বিস্তারের পর থেকে গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণের অংশ হিসেবে পঞ্চম দিনে ধুলাউড়ী গ্রামে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আটা, আলু, সেমাই, চিনি, দুধ, লবন, সাবান সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়। দেশের যেকোন ধরনের সংকট মোকাবেলায় রোটারী ক্লাব সবসময় মানুষের সেবায় তৎপর রয়েছে। মানুষের সেবায় প্রতিনিয়ত নানা কর্মসুচীর মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়েছে রোটারী ক্লাব।
শনিবার ঈদ সামগ্রী বিতরণের সময় রোটারী ক্লাবের সেক্রেটারী রোটা. শাহীন কাদির এবং ওই গ্রামের সমাজ সেববক আব্দুল ওয়াহাব, শহিদুর রহমান ফটিক, বাবলু সরকার, মুনতাসীর মামুন টিপু, শহিদুল সরকার, শাওনসহ প্রমূখ উপস্থিত ছিলেন।